মাইনউদ্দীন হাসান চৌধুরী খোকা লোহা গাডা উপজেলা চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগড়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজন করা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তর করা কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবি পূরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা নিজেদের মধ্যে দলাদলি ও বিভাজন সৃষ্টি করি, তাহলে এ দাবি বাস্তবায়ন বিলম্বিত হবে। তাই এখন সময় ঐক্যের, সময় একসাথে এগিয়ে যাওয়ার।”
তিনি আরও জানান, “আমি ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফৌজুল কবির খান এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। তারা আমাদের এই মহাসড়ককে সিক্স লেনে উন্নীত করার ব্যাপারে আন্তরিক আশ্বাস দিয়েছেন। আশা করছি, সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই জনদাবি বাস্তবে রূপ পাবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক মোঃ হাসান, কাজী মাওলানা নুরুল আলম, রফিক দিদারসহ স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের কোটি মানুষের নিরাপত্তা এবং জীবন জীবিকার জন্য এই মহাসড়ককে সিক্স লেনে রূপান্তর করা এখন সময়ের দাবী। এটি বাস্তবায়িত হলে দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা এককভাবে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক ঘিরে মিছিলও পরিচালনা করেন।