বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট – ৩আসন (মোংলা -রামপাল ) থেকে স্বতন্ত্র পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইস সেলিম।সোমবার বিকাল ৪টার দিকে বাগেরহাট ডিসি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এইস সেলিম বলেন, আমি বিএনপি’র বাইরে নই,বাগেরহাট ৩ আসনে বিএনপি’র দলীয় হাইকমান্ড যাকে ধানের শীষের প্রার্থী করেছেন, তিনি জামায়াত ইসলামের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হবেন বলে আমি মনে করি। তাই আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়লাভ করে আসনটি বিএনপির হাতে উপহার দিতে চাই।নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে এম এইস সেলিম আরো বলেন, আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটা আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। মানুষ যে ভালোবাসা এবং আস্থা-বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।এ সময় এম এইস সেলিমের সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।