সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরিকা সায়েদ ফাউন্ডেশন উদ্যোগে কুরআনের খুদে হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।২৭ ডিসেম্বর শনিবার উপজেলার চরবাটা খাসের হাট জামে মসজিদ মাঠে ফাউন্ডেশন কর্তৃক ৩য় বারের মতো এ অঞ্চলে বৃহৎ পরিসরে অনন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে তরিকা সায়েদ ফাউন্ডেশনের সভাপতি ও চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আইন অনুষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।দিনব্যাপী অনুষ্ঠানে চরবাটা খাসেরহাট জামে মসজিদের সহকারি ইমাম মো. আজিজুল হক ও চরবাটা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক রাশেদ আনোয়ার এর যৌথ সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ, তরিকা সায়েদ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক ও চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আশ্রাফ হোসেন, কবির হাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মো. আলা উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর দিদারুল আলম, চরবাটা খাসের হাট জামে মসজিদের সভাপতি নুর মাওলা প্রমুখ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের বিভিন্ন ক্যাটাগরিতে বাছাইয়ের জন্য প্রধান বিচারক হিসেবে হাফেজ মোহাম্মদ উল্লাহ ও শরীফুল ইসলাম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সারাদিনের অনুষ্ঠানটিতে সুললিত কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন হিফজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে হাফেজরা। অনুষ্ঠান শেষে বিজয়ী হাফেজদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে মোট ৭ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন হাফেজ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল হাফেজকেই পুরস্কৃত করা হয়েছে।