নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে শিশু শ্রমে যুক্ত ও প্রতিবন্ধি শিশুদের পরিবারে শর্ত সাপেক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(২৩ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ(অর্থবছর-২০২৬) নগদ অর্থ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শ্রম যুক্ত ও প্রতিবন্ধি শিশুদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ভারপ্রাপ্ত রামপাল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ইশিতা বৈরাগী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃশাহিনুর রহমান,রামপাল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন।এসময় আর উপস্থিত ছিলেন,ফিল্ড মনিটরিং মোহাম্মদ সোহরাব হোসেন,সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান,অর্থ সম্পাদক শেখ সাগর আহমেদ,সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ প্রমুখ।এসময় ৭০ টি পরিবারের মাঝে ১০ হাজার ১৮৫ টাকা তুলে দেওয়া হয়।উপজেলার মোট ১৫১ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে।এসব নগদ অর্থ পেয়ে খুশি প্রকাশ করেছেন শিশু শ্রমে যুক্ত ও প্রতিবন্ধি শিশুরা।
এই সময় অতিথিরা বলেন,এই অর্থ দেওয়া হয়েছে হত দরিদ্র পরিবার, শিশুশ্রম নিরসন ও স্কুল ড্রপআউট শিশুদের স্কুলে ফেরত পাঠানো।