নিজস্ব প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫)-কে অভিযুক্ত করে এ জরিমানা করা হয়।
রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তালবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ড্রেজার মালিক রেজাউল সরদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়েছে ।
অভিজিৎ চক্রবর্তী জানান, এই অভিযান চলমান থাকবে। তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার অনুরোধ করেন তিনি।