শিরোনাম
খুলনা সিটি করপোরেশন রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রামপালে কৃষি ব্যাংকের প্রকাশ্যে কৃষকদের মাঝে ঋণ প্রদান কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনায় গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি দুই বাড়িতে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে পাঁচ ডিজিটাল কর্মীর এক বছরের চুক্তি পরামর্শ খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মোড়েলগঞ্জের কালিকাবাড়িয়া বাজারে বিএনপি’র লিফলেট বিতরণ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তরের দাবিতে লোহাগড়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে রূপান্তরের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন ও সমাবেশ খুলনায় স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, ঘাতক আটক।
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

কেএমপি’র ট্রাফিক সচেতনতামূলক র‍্যালি দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি খুলনা

মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালি রবিবার (২৬ অক্টোবর) খুলনা মহানগরীর গল্লামারি এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা যদি সবাই নিয়ম মেনে রাস্তায় চলাচল করি, তাহলেই খুলনা মহানগরের যানজট কমিয়ে আনা সম্ভব হবে। তিনি ইজিবাইক চালকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছ থেকে একটি টাকাও জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা শেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে রাস্তায় চলবেন।

রাস্তার ডান দিক না কি বাম দিক দিয়ে, কোন লেনে চলবেন। আপনি আপনার ডানে বামে কোন যাত্রী নিতে পারবেন না। এটা আপনার নিজের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা ও গাড়ির নিরাপত্তার জন্য খুব জরুরি। অনেক সময় ইজিবাইক চুরি করার উদ্দেশ্যে আপনাকে বেশি ভাড়ার লোভ দেখিয়ে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি শত চেষ্টা করেও ফিরে আসতে পারবেন না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে আহত করে বা মেরে ফেলে আপনার ইজিবাইক নিয়ে চলে যাবে।

এজন্য অতিরিক্ত ভাড়ার লোভ করা যাবে না। আপনার নিরাপত্তা মানে আপনার ফ্যামিলির নিরাপত্তা। এসব বিবেচনায় আমারা আপনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে এ পর্যন্ত ৭৯০০ জনকে ট্রেনিং দিয়েছি। নিয়ম যদি না শিখি তাহলে নিয়ম মানার তো প্রশ্নই আসেনা। এজন্য যারা ট্রেনিং করেন নাই তারা দ্রুত ট্রেনিংটা করে ফেললে নিয়ম মানার যে কালচার সেটা তৈরি হয়ে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য, ইজিবাইক চালক, সিএনজি চালক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category