আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এক সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, শান্তি ও সম্প্রীতির বিকাশে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। একটি সুশীল ও উন্নত সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ভ্রাতৃত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে পারে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, রানীনগর উপজেলার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু আনাছ,
ইউপি চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম মো. সম্রাট হোসেন, মো. মঞ্জুরুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান প্রাং, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, ইসলামী আন্দোলনের উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
নাজমুল হোসাইন সেন্টু
উপজেলা প্রতিনিধি, আত্রাই, নওগাঁ
০১৭৩৪১৩৫৭০৭ তারিখ: ২২.০৯.২০২৫ খ্রিঃ।